গাছের ডালে পাখির বাসা,
ছোট্ট পাখির ছা।
খাবার খোঁজে হন্যে হয়ে,
অনেক দূরে মা।
বাবা পাখি পাহারা দেয়,
ছোট্ট দুটি ছানা।
ডানা তাদের হয়নি বড়,
তাইতো উড়তে মানা।
গাছের ফাঁকে উঁকি দিয়ে,
কিচিরমিচির ডাক।
দূর হতে ঐ মা পাখিটা,
দিচ্ছে দেখ হাক।
খাবার এনে মুখে তুলে,
খাইয়ে দিল মা।
ডানার নিচে যত্ন করে,
ঘুম পরাল মা।



[উৎসর্গঃ পাঁচ বছরের শিশু পুত্র "নাবিম সিজান''কে। ]


[বিঃদ্রঃ আমার ছোট্ট নাবিমের অনুরোধে তার  জন্যই ছোটদের এই ছড়াটা লিখলাম]