আকাশের তারাদের মাঝে
তোমায় খুঁজি মাগো।
এখনো কি ভীষণ জ্বরে
খোকা র শিয়রে জাগো?
এখন ও যে রাত ঘুমে
তোমায় ডেকে উঠি মাগো।
এখনো কি রাত হলে
খোকা র পথ চেয়ে থাকো?


প্রবল ঝড়ে ও একা টিকে
থাকতে শিখে গেছি
মাগো তুমি নেই বলে।
হাজারো কাজে ব্যস্ত আমি
তোমায় মাগো গেছি ভুলে।
খড় স্রোতে একা টিকতে
শিখে গেছি তুমি নেই বলে।


ডুবে আজ একলা মাগো
ব্যথার সায়র তরে।
ভাসতে আবার শিখে গেছি
মাগো  তুমি নেই বলে।
হাজার দুঃখে হাসতে জানি
কাঁদতে গেছি ভুলে।
দু চোখে আজ জল আসেনা
তুমি মুছবে না বলে।


অভিমানে মুখ লুকাই না
আজ কারও আঁচল তলে।
অচল খানি পাই না খুঁজে আজ
মাগো তুমি নেই বলে।
দুঃখগুলো হালকা করি
বাতাসের কাছে বলে।


বুকের মাঝে পাথর চাপা
রক্ত ক্ষরণ তলে।
ভালোবাসি শুনলে না মাগো
অমনি গেলে চলে।
তারাদের মাঝে খোঁজে আজও
মাগো তোমার পাগল ছেলে।