ভেবেছিলাম তোমার সাথে হাঁটবো
জীবনের শেষ  অবধি।
পারি দেব শত সহস্রাধিক  ক্রোশ পথ,
যোজন দূরে খুঁজে নেব দুজনের আপন ঠিকানা।


হারাতে বসেছি পথের দিশা, সুখের সকল আস ।
হঠাত্ করেই সে ঠিকানা হাওয়ায় মিলিয়ে প্রায়।
দোষী ব  কারে? সে আমার ই কারন।


জীবনের পূর্ণতা দিতে ধরতে হবে তো কোনো হাত,
সে তোমার, সে আমার ও।
চলতে গিয়ে কিছু দূর যদি মনে হয় একই সে ভুল
হয়েছে আবার তখনও কি?


তোমাকে বাঁধা দেওয়ায় কোন যোগ্যতা ই আমার নেই, তাও ভেবে দেখবে কি?
জীবনের এখনো হয়তো অনেকটাই পথ বাকি।
দু'জন দু'জনের প্রাপ্তি না খুঁজে, মানিয়ে নিলে কি এমন ক্ষতি?


জীবনের মাঝ পথেই কখন যে দুর্বল হয়ে গেল দুজনের আত্মবিশ্বাস তা টের ই পেলাম না।
এতটা সময় কতটা ই পথ পাড়ি দিয়েছি একসাথে।
খানিকটা ভালোবাসা তো জমতে ই পারে দুজনের।


বাদ দাও ওসব ভালোবাসা ছাই পাঁশ,
না হয় কিছুটা মায়ায় জরানো তো দোষের নয় ।
সে মায়ার টানে না হয় বাকি পথ সমন্বয় করে নাও।
যদিও যে যার মতো, তবুও একসাথে।


থাকবো না হয় যে যার মতো,
তুলে রেখে পুরানো ক্ষত।