দৈন্য দশায় দিন কাটে রোজ,
চলছে টানাটানি।
অনটনে র জীবন চলায়,
কিসের মহামারী।


মহামারী ধরলে তবু,
বাঁচবো  কিছু দিন।
মহামারী র ভয়ে মরে
বাড়ছে শুধু ঋণ।


খবরা-খবর সবখানেতেই
দিচ্ছে শুনি ত্রাণ।
আমার বাপু নাকের ডগায়
পেলাম না তার ঘ্রাণ।


যেখানে যাই আনতে ত্রাণ
কর্তা বলে শেষ।
আসছে ত্রাণ ভরতে গুদাম,
এ তো সোনার দেশ।


চাইনা ত্রাণ, বাঁচব কিসে
দেখবে মোরে কে?
বাঁচাতে প্রাণ, কাজ করে খাই,
কাজ তো মোরে দে।


ছোট্ট শিশু না খেয়ে মোর,
অনাহারে মরে।
দুঃখ আমার বুঝবে কেবা?  
বলতে যাব কারে?


মানুষ বাঁচাতে মরল মানুষ,  
করল যুদ্ধ জয়।
আজ দেশ নিয়ে হয়  কাড়া-কাড়ি,
মানুষ নিয়ে নয়।


সার্বভৌমের মালিক মোরা,  
সাধারণ জনগণ।
এই কথার ই ভিত্তি নেই আজ
গণতন্ত্রের পণ।