এই সব ফুলের বাগান,
গড়েছি বছর ত্রিশ আগে।
ত্রিশ বছরের পুরোনো গন্ধ,
যেন আজও নাকে লাগে।


প্রভাতে আসতেম গোলাপের বাগে,
আসতেম তাহার সনে।
শিশির বিন্দু মুক্তা র দানা,
যেন পাপড়ির পরে।


একখানা গোলাপ আলতো করিয়া ,
গুজিয়া খোপায় তার।
প্রাণ ভরিয়া দেখিতাম যেন,
প্রজাপতির বাহার।


বৈকালে গিয়ে বিলের ধারে,
খুনসুটি হয়তো কত!
একখানা পদ্ম পাইবার তরে,
ছলনা করিত শত।


সন্ধ্যা নামলে ভুলিত না যেনো,
বকুলের তলে যাইতে।
বকুলের তলে মাথা রাখিয়া কোলে,
গল্প করিত কত চাননি-পসার রাতে।


শালুক ফুলে গড়ে দিতেম,
তার জোড়া কানের দুল।
মালা গাঁথি তারে পরায়ে,
দিতেম কু রায়ে বকুল।


সেই দিনগুলি খুঁজিয়া আজও,
হুঁ হুঁ করে মন।
তোমায় খুঁজিতে আজও,
পথ-পানে তাকায় দু'নয়ন।