মন খারাপের দিনে তোমায় আর খুঁজি না এখন,
একা একা হেঁটে চলি গহিনে র পথ ধরে।
যেখানে নেই স্বার্থ-লোভের বিন্দুমাত্র ছায়া,
থাকেনা যেখানে কারো চাতুরী মাখা হাসি।


তবে আজও ভুলে যাইনি ভালোবাসতে।
এখন ভালোবাসি বনের পাখিদের,
আকাশে ভেসে বেড়ানো মেঘের টুকরো।


মেঘের ফাঁকে উঁকি দেয়া
আকাশের নীল আমায় মোহিত করে।
এরা কেউ আমায় গান শোনায়,
কেউ বৃষ্টি ঝরিয়ে আমার কষ্টগুলো ধুয়ে দেয়,
আবার কারো দিকে তাকিয়ে আমি
সবকিছু ভুলে থাকতে পারি।


তাই মন খারাপের দিনে ও তোমায় নিয়ে
ভাববার সময় টুকু খুঁজে পাই না আমি।
এদের সাথে বরং আমার ভালোই কেটে যায়।


ভালোবাসতে শিখেছি হিমেল বাতাস কে,
আঁধার রাতের জোনাকি, আরও
ভোরের ঘাসের উপর পড়ে থাকা শিশির বিন্দু।


তারা কখনোই বিশ্বাস ঘাতক তা করেনি,
করেনি বিন্দু মাত্র ছলনা।
তাইতো, মন খারাপের দিনটা ও,
উপভোগ্য হয়ে কেটে যায় আমর।