তারাদের মাঝে লুকিয়ে যাবো.
সেদিন আমায় খুঁজতে অম্বর পানে তাকিও।
হয়তো সেদিন কথা হবেনা কোনো.
সেদিন দেখবো তোমায় নয়ন ভরে বাধাহীন পলকে।


যে কথা গুলো বোঝাতে ব্যর্থ হয়েছি,
তা অন্য কারো কাছ থেকে খুব যত্নে বুঝে নিও।
ধৃষ্ট মুখখানি দেখবো না আর,
যদিও জলে ভরে আঁখি।
একাকী বৃষ্টি চেয়ে নেব মেঘের কাছে,
কেউ দেখবে না সে বৃথা জলের রাশি।


যদি একজন  ভালো মানুষ হতাম !
তবে হয়তো তোমায় সুখ দিতে পারতাম,
কিন্তু আমি পারিনি সেটা ।
বাকি দের মতো ভালো মানুষ হতে পারলে ,
হয়তো !পৃথিবীতে বেঁচে থাকার
ইচ্ছে টা আরো দৃঢ় হতো।


তোমার ভালোবাসার সুযোগ নিয়ে
বার বার ঠকিয়েছি তোমায়।
ফের ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার নেই,
তাই বেঁচে থাকলে অপরাধী হয়েই
বাঁচতে চাই আমি।


কেননা আমার প্রাপ্য টা  পেতে চাই আমি।
আসলে ভালো মানুষ হতে না পারাটা
অনেক বড়ো কষ্টের।
একজন  খারাপ মানুষ হয়ে বেঁচে থাকার কষ্ট!
ও তুমি বুঝবে না।


তোমার থেকে নিজেকে আড়াল করে নেবো  
আর সন্ধ্যা তারা হয়ে
তোমায় দেখবো ওই নীলিমার ওপার থেকে।


আমি জানি আমার সে যোগ্যতা টুকু নেই
তবু শেষ বারের মতো বলতে ইচ্ছে করছে
“ভালোবাসি তোমায়”