জীবন বীণা কেন যে বেসুরা হয়েছে আজ।
তবুও বাঁজায়ে চলি, ভুলে সব লাজ।


বেসুরা বীণা খানি ঘিরে এ জীবন,
কাটায়ে দেব মোর, বাকিটা লগন।

ছিঁড়েছে বীণার তাঁর লাগেনা জোড়া,
নাই মোর দাম কোন, সেই সুর ছাড়া।


গগনে নামিল আঁধার, নিশি করে সব,
আসছে মেঘের ধ্বনি, নাই কলরব।


নদীতে খরস্রোত, আঁধার ওপারে,
ভাঙ্গনে বসে আমি, একা এপারে।


সাজায়ে রঙ্গিলা নাও, জনম ধরে,
ভাসায়ে দিয়াছি তারে, সায়র তরে।


করিনি জীবন হিসেব, ঠেলিয়া আবেগ,
ভাবিনি নিজেরে নিয়ে, জাগায়ে বিবেগ।


বেলা শেষে সবই মিছে, কাহারে বলি,
নাই কিছু ঝোলাতে মোর, সবই যে খালি।