আমি ক্লান্ত ক্ষুধায় তবু অক্লান্ত হয়ে
শুধু খেটে মরি দিন রাত।
মাইনে কোথায়? নেই যে হদিস
শুনি সাহেবের নানা অজুহাত।
চাই নে বাপু শুনতে তোমাদের
লাখ-কোটি লাভ-লস।
ভাতের লাগি রোজ খেটে খাই
কিসের এত লাজ।


লজ্জা তো ভাই তোমরা পাবে
সাহেব সাধু জন।
মোদের শ্রমের মজুরি মেরে
করছো অঢেল ধন।
বুদ্ধি আছে সাহেব তোমাদের
আছে ক্ষমতার জোর।
মূর্খ আমি নাই তো কিছুই
শুধু দীর্ঘশ্বাস আছে মোর।


মোদের শ্রমে গড়ছো তোমরা
আকাশচুম্বী বাড়ি।
নিত্য-নতুন আনছ কিনে
নানান রঙের গাড়ি।
চাই নে বাপু বাড়ি-গাড়ি
অট্টালিকা শত।
চাইছি সাহেব, মাইনে মোদের
পাওনা আছে যত।  


ভাবছো সাহেব দিন মজুর
আর মাইনে শ্রমিক সবে।
এদের পয়সা মেরে খেলে
তেমন কি আর হবে?
সবাই তোমার কেনা গোলাম
তোমার কথায় চলে।
স্রষ্টা তো হায় ঘুষ নিবে না
হিসেব ঠিক ই নিবে।