মজুদদারের জাঁতা কলে
পিষছে দিবা-নিশি,
মরছে যত দিন মজুর
আর মরছে সবে চাষী।
মরছে মরুক চাষা-ভুষা
মধ্যবিত্ত সবে,
চাষা-মজুর মরলে ই ভাই
বড় হবো তবে।


আমলা রা সব আঙ্গুল চুষে,
দেখছে বসে খেলা,
মজুদদারের বাজি র মাঠে
খেলছে টাকার মেলা।
আসছে বাপু থাক না পরে
হচ্ছে অঢেল হোক,
কি যায়-আসে আমার তাতে
মরছে গরিব লোক।


আছি মোরা আমলা-চেলা
ভাইয়ের খাস লোক,
দুর্নীতি সব করতে পারি
বন্ধ ভাইয়ের চোখ।
আমি ভাই মজুদদার
এটাই ব্যবসা আমার,
দিনমজুরের রক্ত চোষা,
এটা মোর  অধিকার।


অন্যায় কি এটা!
মোর ভাই নীতি বান,
বহু নামে টাকা দেই
যখন যেভাবে চান।
চাঁদ তো নয় দাদা  
ভাই নেয় সেলামি,
ভাইয়ের হুকুমে চলি
করি না তো গোলামি।


রেশনে র কার্ড যদি
বিলি হয়ে যায় সব!
ভাইয়ের পিছনে ঘুরে
তবে আর কি লাভ?
গরীবের হক মেরে
সব মোরা খাই না,
তাই মোরা নেই কিছু
দু হাতে পাই যা।


গরীবের ত্রাণ মেরে
মোরা ভাই খাই না,
কম দামে ছেড়ে দেই
বেশি লাভ করি না।
সমাজের কাছে নাকি
মোর ভাই দুশমন,
এত জনসেবা করি
তাও কত গুঞ্জন।