আমি আকাশের নীলে ও এত উদারতা দেখিনি ,
যতটা উদারতা আছে মায়ের ভালোবাসায়.
আমি এতো বিশালতা খুঁজে পাইনি,
সু বিশাল পর্বত, শৃঙ্গ আর হিমালয়,
আমি এতটা গভীরতা পাইনি সাগরের বুকে,
যতটা আবেগ  মায়ের ওই মায়াভরা চোখে
শান্তি খুঁজিয়া পাইনি আমি কভু এ ধরায়,
পেয়েছি খুঁজিয়া মায়ের ওই শীতল ছায়ায়
দেখেছি আমি চাঁদের থেকে অধিক উজ্জ্বল রূপ,
সে তো আমার জন্ম ধারিনী মা জননীর মুখ
ধরণীর বুকে কোকিলের চেয়েও মন মাতানো সুর,
শুনেছি আমি মায়ের মুখে ঘুমপাড়ানি সু মধুর,
পেয়েছি আমি হিরার থেকেও দামি অনেক বেশি,
দেখেছি আমি নয়ন ভরে মায়ের মুখের হাসি
এমন নিরাপদ আশ্রয় পাবেনা জগৎ জুড়ে.
আগলে রাখে বুকের মাঝে হাজার বন্যা-ঝরে.
যত্ন করে আগলে বুকে রেখো মায়ের মান
পৃথিবীর বুকে স্রষ্টার দেয়া শ্রেষ্ঠতম দান