হাজার বছরের শত ইতিহাস
মিশে এই মাটির বুকে।
কে রাখে তার খবর,
যা দেখিনি কভু চোখে।


হাজার বছরে এসেছে ধরায়,
কত শত মনীষী জন।
রেখে গেছে তারা মোদের লাগি
অগণিত ধন ও জ্ঞান।


কত সাধনার ফসল রাখিয়া,
দিয়েছে তাহারা পাড়ি।
পারে নাই নিতে কিছুই তাহারা,
সকলে ই চলে গেছে ছাড়ি।


জনম ধরিয়া পৃথিবীর বুকে
জ্বালায়ে প্রদীপখানি।
আঁধারের তরে হারালো কোথায়,
কেউ নাহি তা জানি।


তাহাদের আলোয় পথ চলি,
তবু তাহাদের গেছি ভুলে।
ভেবে দেখিনি কভু যে হায়,
আমিও যাবো সেথা চলে।


যত নাম, যশ-খ্যাতি,
সকল ই পরে রবে।
ধীরে ধীরে সব যাবে মুছে,
আর ভুলে যাবে মোর সবে।


পূর্ব পুরুষ একে একে তাহারা
হারিয়ে গেছে যে সবে।
তুমিও হারাবে ধরণীর
বুকে কর্ম তোমারই রবে।


যাহার দানে ভুবন জুড়ে
হলে তুমি এক জ্ঞানী।
চলিও স দায় জগতের মাঝে,
তাহার হুকুম মানি।


মানবের কল্যাণে আসিবে তুমি,
লও হে এই শপথ।
ওপারে তুমি পাবে খুঁজে তবে,
স্বর্গে যাবার পথ।


মানুষের মূল্য পাবেনা তুমি,
কভু কর্ম বিহীন।
চলে যাবে তুমি তবু,
কর্ম তোমার বেঁচে রবে চিরদিন।