বিদায় হে চৈত্র! নিয়ে যাও
দুঃখ মূর্ছনা আছে  যত।
ফিরে এসো আবার সময় হলে
ধরণীর রীতি মত।


এসো! এসো! এসো! হে বৈশাখ!
প্রকৃতির নিয়ম মেনে।
গাইব যত সুখের গান
মিশে আজ তোমার সনে।


এসো হে বৈশাখ!
এসো আমের গুটি র সনে।
এসো নতুন পানিতে ভেসে,
এসো ভাটিয়ালী সুরের টানে।


এসো হে বৈশাখ!
এসো বকুলের মাতাল ঘ্রাণে।
এসো! এসো! এসো হে,
কদম্ব মায়াবী টানে।


এসো হে বৈশাখ!
এসো বাঙ্গালীর আমোদী মনে।
এসো! এসো! এসো হে,
আমরি বাঙ্গলা গানে।


এসো হে বৈশাখ!
এসো বর্ষার আগমনী বার্তা নিয়ে।
এসো! এসো! এসো হে,
গ্রীষ্মের বিদায়ী ঘণ্টা  বাজিয়ে।


এসো হে বৈশাখ!
এসো হে আম-কাঁঠালের বনে।
এসো! এসো! এসো হে,
বরষার রিমঝিম তানে।


এসো! হে বৈশাখ!
এসো বাঙ্গালীর বরণ তালে।
এসো! এসো! এসো হে,
প্রাতে আমরি বরণ তলে।