অর্ধাঙ্গিনী মানে টা হয়তো
এখন বুঝতে শিখেছি,
ধীরে ধীরে উপলব্ধি করছি
প্রিয়তম শব্দের জীবন্ত রূপ।


বিপদে তোমার  পূর্ণ সাহস,
ঘুরে দাঁড়ানো র আশ্বাস।
যুদ্ধে তোমার হাতিয়ার,
হবে বেঁচে থাকার প্রশ্বাস।


বসুন্ধরা র মাঝে
ঐশ্বরিক তৃপ্তি দিবে যিনি,
আহা! স্বর্গ সুখের অন্যান্য রূপ,
সেই তো অর্ধাঙ্গিনী।


নয় তো তোমার গৃহ দাসী,
নয় সে চাকরানী।
তোমার রাজ্যের সেই তো,
সকল সুখের এক মহারানী।


তোমার কথায়,
তাল মিলিয়ে করছে সমর্থন।
তোমার সুখে সদয়,
নিজেরে দিচ্ছে বিসর্জন।


কে পারে  ছাড়তে স্বজন,
হতে তোমার সঙ্গী!
আহা! সেই তোমার সুখের সুধা,
জীবন সঙ্গিনী।


ঘরণী তোমার বিসর্জন দিল,
তোমার তরে সবই।
পরম মায়ায় আগলে রেখো,
এমন সুখের চাবি।


ইহ লোকে তোমার তরে,
বিধাতার শ্রেষ্ঠ উপহার  অর্ধাঙ্গিনী।
যদি হয় শালীন-সাবলীল,
প্রেমময় প্রেয়সী তোমার।