অনেক দিন পরে
তোমার চিঠির উত্তর পেলাম
হৃদপিণ্ডের স্পন্দন যেন,
বেড়েছে একটু একটু করে  ।
তাও আবার অনেকদিন পর
খুঁজে পেলাম তোমাকে
ছোট একটা নীল খামে
মাতাল হাওয়া
বইছে এলোমেলো ।
কতটা সময়ে, কতটা
দিন যে গড়িয়ে গেছে
এর  মাঝে ।
তোমার,ঠোটচাপা হাসি
ও জাকরা চুল
দেখিনি কতদিন ।
তোমার চাপা ঠোঁটের হাসিটা
আমার হাতে আঁকা ছবিতে
মিলিয়ে যায়নি তা ফুটে উঠেছে
প্রতি তুলির আছড়ে  
কিছুটা দুষ্টু মিষ্টি বাক্যকে
গাথা লেখা তোমার চিঠি পড়ছি ।
হৃদপিণ্ডের স্পন্দন বেড়েছে
একটু একটু করে ।