কেন? একটি চাঞ্চল্যকর শহরের মৃত্যু ঘটেছে আজ
কুকুর শিয়ালে  মিশে  ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে পচা ফুলে ওঠা লাশের মাংস ।  
কেন দুর্ভিক্ষ রাহাজানি  দ্বারে দ্বারে ?
চকচকে রংচঙা  উচ্চ অট্টালিকা গুলো হয়েছে ধূসর
পাল্টে গেছে বিলাসিতার বেশভূষা,
আকাশে নেই সাদা মেঘের ভেলা  শূন্যে শুধু শকুনে করে খেলা
কেন ? রোদ্রের খরতাপ বাড়ছে তিলে তিলে
নেই নেই কোনো অস্তিত্বর চিহ্ন পর্যন্ত নেই।


আজ একটি প্রাণ চাঞ্চল্যকর শহরের মৃত্যু ঘটেছে …..
পৃথিবীর বুকে চিরে আজ একটি শহরের মৃত্যু ঘটেছে  ।
রূপে গুণে বর্ণালী প্রকৃতি যেন থেমে গেছে  হয়েছে বিলীন,
অশুভর বার্তা ও অপবিত্র আত্মা বাজিয়েছে  মৃত্যুর ঘন্টা ।


পূর্ণিমার চাঁদ আর দেখতে
ভালো লাগে না,
কেন ? বাতাসে বাতাসে পচা লাশের গন্ধ ভেসে বেড়ায়
আর কবি কবিতা লিখে না লেখক আর লিখে  না গল্প।
তারা সবাই  হয়েছে  আজ নিস্তব্ধ, নিশ্চিন্হ হয়ে গেছে শব্দ   ।


হয়, মানবহীন শহর
উত্তপ্ত মরুভূমির বালুরাশি যেন গ্রাস করে নিয়েছে সবুজ বনানীকে,
লাল রক্তে ছিটে ফোঁটা ভোরে  মাটির সাথে করে মাখামাখি;
আজ, একটি প্রাণ চাঞ্চল্যকর শহরের মৃত্যু ঘটেছে
মানব শূন্য শহরের বুকে আজ  পিশাচের ডাক।
শুনতে কি পাও? শুনছো কি? একটি চাঞ্চল্যকর শহরের মৃত্যু ঘটেছে আজই।


Date:14-5-2020