মেঘের গর্জন শোনা বৃষ্টি আসবে বলে।
হুশিয়ার বিদ্যুৎ তড়িত গতিতে চমকায,
বৃষ্টির প্লাবনে বলে নামবে বৃষ্টি,
ঝরবে আকাশ পানে ।
ঝড়ো হাওয়ার তাণ্ডবে দক্ষিণ;
পবন হইতে উত্তর পবনে ।
বৈশাখ এসেছে দুয়ারে দুয়ারে,
ঝড়ো হাওয়ার আঁধার এলো ।
পরিসরে ঝড় আসবে বলে,
মেঘবরণে বৃষ্টি আসছিলো
আকাশ জুড়ে , এক রাশ বৃষ্টি ;
জমেছে কালো মেঘ উত্তর কোণে
বাতাস বইবে হুহু করে এসেছে
বৈশাখ দুয়ারে দুয়ারে,
এক রাশ বৃষ্টি ঝড় এলো
আকাশ পানে মেঘবরণে ।