ও হে পুস্প রাশি রাশি
এ এক আজব সমাগম
চারিদিক হয় সুভাষিত
পুস্প রাশি রাশি
পুস্প ব্যাঞ্জন
চম্বুক শক্তিতে তাহাকে টানে  
এবং তাহাকে করে আকর্ষণ (?)
তাই তো তাহা হয়, বিধাতারই দান
গাছপালা ডালপালা
থেকে শব্দ প্রতিফলিত হয়
প্রতিধ্বনি হয় বেগে
কুঞ্জে কুঞ্জে পুষ্ফুটিত হইয়া
গায়ে মাখি অমৃত স্বাদ
বৃক্ষ রাশি রাশি ।
এ এক আজব সমাগম
পুষ্ফুটিত পুস্প
মন হারিয়ে যায়
সুভাষিত হয়
কোন এক অজানায় ।