Date: 3-10-2021


আজি আমি একলা পথিক।
ধ্রুব তারার মতন জ্বলছে আকাশে
প্রথিক হও বেদনাদায়ক।
তুমি অগ্রগামী তুমি চিরস্থায়ী।
তুমি উদীয়মান।


তুমি বীর প্রতীক।
তুমি দেশের শাসনকর্তা।