আমি অনন্ত বিজয় দেখিতে চাইনা আর,
দেখেছিনু বিজয় উল্লাস।।
আমি কাঁদিতে চাইনা আর
দেখেছিনু নিষ্পাপ শিশুর নিরব ক্রন্দন।।
গৃহহারা,বাস্তুহারা দেখিয়াছি বিশ্বব্রম্মান্ড
কতশত হাহাকারে,মরুড় অন্ধকারে,ক্লিষ্ট অনাদরে উত্তপ্ত বিভিষীকাময়।।
আমি জীবনের জয়গান গাহিতে চাইনা আর,
দেখিয়ছি জীবনের স্রোতে ভেসে চলা অপার সম্ভাবনার হাতছানি
দেখেছিনু মায়ের চোখে শ্রীমানদের সুখে থাকার অতৃপ্ত বাসনা।
জীবন থেমে থাকে না-কো
জীবন চলেছে প্রবাহমান স্রোতের তালে
আমি তো পড়িয়া আছি ভাসমান ভেলায় ডেউয়ের নৃত্যসমজালে।।
বয়স হয়নি তো আজিকে তেমন বয়সের ভারে
তারুণ্য কাটেনি তাে আজি রয়েছি সেই চির তরুণ
কিন্তু বিশ্বাস অাজি নিশ্চই জীবনসায়াহ্নে উদিত হবে
পুব আকাশে রাঙ্গা জীবনের অরুন।।