অলসতা
জাহিদ হাসান রানা


আজকের পড়া কাল পড়বো
পরশু কালকের পড়া,
পরশু হলো ছুটির দিন
করবো ঘোরা-ফেরা।
ধীরে-ধীরে ফাঁকি দিচ্ছি
নিজের জীবনটাকে,
বুঝতেছিনা পরছি আমি
কত ঘূর্নিপাকে।
দিনে দিনে হয়ে গেলো
বছরটি যে শেষ,
পরিক্ষার ফল হাতে পেয়ে
লাগছে না যে বেশ।
জীবন থেকে ত্যাগ করতে হবে
এই অলসতা,
সময়ের কাজ সময়ে করলে
থাকবে না আর কথা।
নিজের কাজ করতে হবে
সবসময় নির্লস,
সবাই মিলে ভালোবাসবে
যদি না হই অলস।