আমি বলছিনা তুমি আমার না হলে,
পৌরাণিক কাহিনীর মত তোমায় অপহরণ করব!
কিংবা জোর করে ভালবাসা পাওয়ার চেষ্টা করব,
ভালবাসা যে জোর করে পাবার জিনিস নয়!


আমি বলছিনা তোমাকে না পেলেই,
অন্য কোথাও ভালবাসা খুঁজব;
কিংবা অন্য কাউকে ভালবাসা বিলাব।
আমি তো একান্তই তোমার প্রেমিক-
তাছাড়া ভালবাসা তো বিলানোর জিনিস নয়!


আমি বলছিনা তোমার জন্য,
আরো একটি শুন্য উদ্যান কিংবা তাজমহল বানাব।
তোমার জন্য আমার বুকের পাশে-
সৃষ্ট পবিত্র ভালবাসা ই তাজমহলের চেয়ে ঢের বেশী!


আমি বলছিনা তোমাকে না পেলেই,
আমি আত্মহনন করবো।
তোমার শুন্যতায় তো এমনিতেই আমার মৃত্যু হবে!


তুমি তোমার মত ভালো থাকো,
আমি না হয় তোমাকে আমার কবিতায় খুঁজে নিব।
খুব করে কবিতায় বাঁচিয়ে রাখবো!


আমি বলছিনা তোমাকে না পেলেই-
আমি মহানায়কের মত তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করব!
তোমাকে না পেলে,
আমি নিজেই অস্তিত্বহীন হয়ে পড়বো,
তা তো বিশ্বযুদ্ধ অপেক্ষা বড্ড বেশী ই ভয়ানক ও ধ্বংসাত্মক!
হৃদয় আমার ই কোমল।
আমি ই প্রেমিক-
প্রেমের বেদনা পরাজিত আহত সৈনিকের ন্যায়-
আজীবন আমার ই বইতে হবে!