আজো তোমার কলতান বাজে,
আমার হৃদয় মাঝে-
সেই তুমি আজো আমার আছো!
মিষ্ট সকাল,তিক্ত দুপুর কিংবা রিক্ত সাঁঝে।


প্রিয়তমা,তুমি জেনে নিও-
কথা না হলেই ভালবাসা থেমে যায়না,
যোগাযোগ নিভে গেলেই ভালবাসা শেষ হয় না!
দেখা হয়না বলেই ভেবো না,
যে তোমায় মনে পড়েনা;
বেদ বাক্যের মত পবিত্র সত্য ভালবাসা ই তুমি বুঝোনা।
আমার নীরব অভিমানে দূরে থাকা কীভাবে বুঝবে বলো?


সে নাকি প্রতিমুহূর্ত ই ভালবাসার সমুদ্রে নিমজ্জিত,
অথচ কি অদ্ভুত!
সে ভালবাসার এক ফোঁটা জলও তাকে স্পর্শ করেনা,
কামবাসনা কিংবা সম্ভোগ ছাড়া প্রেমিকের তাকে মনে পড়েনা।


অথচ তার জন্য সৃষ্ট একসাগর ভালবাসার জলরাশি তে সে আবগাহন করেনি,
আমার চোখে পবিত্র ভালবাসা সে দেখেনি!


কি আর হবে ভেবে?
অনন্ত নক্ষত্রবীথির মাঝে হঠাৎ পাই যদি তোমারে;
তোমার শরীরে তখন অন্যকারো গন্ধ-
তখন তুমি অন্য স্রোতস্বিনীর স্রোত,অন্য সময়ের জোয়ারে!


অথচ একসময় কী ভীষণ ভাবেই না তাকে;
প্রতিবেলার প্রার্থনা তে চেয়ে গেছি!
যার অপূর্ণতা আজও আমায় মোহাবিষ্ট রাখে-
একান্ত ই আজন্ম তাঁর প্রেমিক হয়েছি।