শোনো মেয়ে,তুমি রাজহংসী হয়ো না;
বরং স্থান করে নিও বামপাশের চির আসন।
যেমনে থাকে কুসুম-
স্তবকে সু-সজ্জায়িত সুরহ্মিত ভীষণ!


প্রেয়সী আমি আমি যদি হতাম ফুল
তবে প্রস্ফুটিত হতাম তব ছাদে
চতুর্দিক সৌন্দর্যসম্ভোগে আকুল
সুগন্ধ ছড়াতাম সকাল দুপুর রাতে


আচ্ছা,তুমি কি আসতে পারো?
কালদীর্ঘায়নের সূত্র ভেঙে,
আমি তো তোমার আপেক্ষিকতা;
নিয়ে ই পড়ে থাকি!


ভুলে যাব এ জন্মের সব অপূর্ণতা;
মিটিয়ে নিব মনের সকল সুখ-আহ্লাদ
এই কপালের ভাজে,কি থাকবে কে জানে!
তবুও চিনে নিও-
ভালবাসার টানে,জন্মান্তরবাদের গানে।
অতৃপ্ত আত্মাকে চিনে নিও,
পূর্ণতা দিও দ্বিতীয় জন্মকে।


তবে মেনে নিলাম নিঠুর নিয়তি,
ভালবাসার প্রতিদানে অবহেলা আমার প্রতি!