যার পৃথিবী থমকে গেছে-
তিক্ত কোনো ক্ষণে,
হারিয়েছে সে,লুকিয়েছে যে;
সবার অলক্ষে,অতি সন্তর্পণে!


গতিপথ হারানো নদী মিশেছে সাগর সনে;
পথিক হারিয়েছে পথ,নব পথের বাঁকে-
বসন্ত ঠাঁই দেইনি,চিরায়ত শীতের জীর্ণতা মনে।
নতুন বসন্তে ফুল ফুঁটেছে,নতুন গাছের শাখে!


নতুন জীবন,হাসছে প্রেমিকা;
জ্বলছে আগুন,প্রেমিক পুড়ছে সদাই।
তেল ফুরিয়েছে জীবনপ্রদীপ,
তোমাকে ছাড়া এ শহরে-
প্রেমিকের বসবাস অযথাই!


আমার অনন্ত বসন্ত বিদায় নিয়েছে,
চলে গেছে শ্রাবণ প্রহরে-
তার বসন্তদিন বেড়েই চলেছে,
এখন সে অন্য আকাশের চাঁদ;
অতি স্বাচ্ছন্দে অন্যের বাহুডোরে!


সুখের পাখিরা নীড় চিনেছে,
পথ হারিয়েছে আমার পাখি।
আজীবন রবে মৃত,এ হৃদয়ে-
হয়তো তখনো নতুন কারো সখী!
শমনের ডাকে প্রার্থনারত প্রেমিক,
এক সাগর দুঃখ নিয়ে!