আমি এমন কাউকে পেয়েছি,
যেভাবে বাস্তুহারা আশ্রয় পায়।
যেমনে নতুন ঋতুর আবির্ভাব ঘটে-
যেভাবে চাতকের ডাক বৃষ্টিপানে যায়!
কালো মেঘের ঘনঘটা,বর্ষাণমুখর দিন,
অথবা শরতের কাশফুল,শুভ্র আকাশ,
কিংবা শীতের নীরব দুপুর,
যেন বসন্তের নব পল্লবিত পুষ্প-পত্রের বাতাস!


তুমি মানেই অন্যরকম মাদকতা,
অন্যরকম নেশা-
নিকোটিন কিংবা মদের মত ক্ষণস্থায়ী সে সুখ নয়;
তুমি মানেই আমার চিরবসন্ত,চিরসুখময়!
তুমি মানেই আমার মহাসন্ধিক্ষণ,
মহাকালের পথে যাত্রা-
তুমি মানেই আমার দুয়ারে অনিঃশেষ সুখের বার্তা!


যেখানে আমার কামনার জলের বিসর্জন হয়,
জেনে নিও,সেখানে একান্ত ই তুমি-
সেখানেই ভালবাসা,আমার আজন্ম যাচিত আশ্রয়!


শোনো মেয়ে?
তুমি বরং আমার পানে ক্ষণকাল,
মাত্র ক্ষণকাল ই থেকো চেয়ে-
শুধু তাতেই হবে!
অনন্তকালের বাসনা তোমার সকাশে,
একান্ত ই তোমারেই রেখে দিব;
তব আঁখি জল জ্বলন্ত বুকের বা পাশে!