নদীর জলে আকাশের বিমূর্ত ছায়া,
যেন থমকে যাওয়া কোন মানবী'র মায়া।
শুনেছি,কষ্টের রং নাকি নীল,
আচ্ছা আকাশের রং নীল কেন?
আকাশের হৃদয়ে কি একরাশ চন্দ্রাহত বেদনার নীল?
কোন হৃদয়ভাঙা প্রেমিকের চিত্র যেন!


বেদনাগ্রস্ত রং সরে যাক কোন শারদপ্রাতে,
প্রেমিকার জ্যোৎস্নাবিলাস হোক পুর্ণিমার রাতে!
প্রেমিক থাকুক আজীবন চন্দ্রাহত,
ভালবাসায় পুড়ুক সে,
হৃদয়ে থাকুক তোমার জন্য ক্ষত!


প্রিয়তমা,
খুব কাছে থেকেও আরো কাছে না পাওয়ার বেদনা আজীবন পোড়াবে,
তুমি তখন অন্য শহরে বসন্তবিলাসে মত্ত-
অন্য কারো মুগ্ধ নয়ন জুড়াবে!


বসন্ত সুধা যদি শ্রাবণ হয়ে ঝড়ে,
তোমার জন্য প্রেম তীর্থের কাক আমি,
ফিরে এসো আমার শহরে।