প্রিয়তমা,
আমি তোমার জন্য প্রার্থনা করবো,
একান্ত ই তোমার জন্য!
যেভাবে কেউ কখনো প্রার্থনা করেনি;
যেভাবে শঙ্খচিল স্নিগ্ধ নদীর বুকে অবাধে ডানা ঝাপটায়।
নিভৃতে তোমার অদ্ভুত একাকীত্ব যেন সুখে ঠাঁই পায়-
তোমার ভাসা ভাসা স্বপ্ন মিলুক বাস্তবতায়;
আমি তোমার জন্য আমৃত্যু প্রার্থনা করবো-
সে প্রার্থনা অনিঃশেষ রূপকথার মতো!


দূর হতে ভেসে আসা প্রার্থনাবাক্যের ফলভোগী তুমি,
বহুদূর বহুদূর হতে নিজের সাথে বলা কথামালা,
তার প্রতিধ্বনি,বেদনা-সুখ রেশ তুমি!
তুমি আমার একান্ত ই কাম্য রমণী।
আমার জীবনের লক্ষ্য ও আশ্রয়সন্ধানী ঠিকানাও তুমি!


আমার প্রার্থনা হোক তোমার পূর্ণতার পথে শ্রেয়স্করী আশীর্বাদ-
যেভাবে লক্ষীপেঁচার কন্ঠে মঙ্গলবার্তা ধ্রুব নিখাদ!