নিষঙ্গ আঁধারে পান্ডুর ধোঁয়ার ভীড়ে,
কষ্ট উড়ানোর বৃথা আস্ফলনে-
সে ফিরে না তো নষ্ট নীড়ে;
কেউ হারিয়ে যায় সবার অলক্ষে!
শত ব্যস্ততা আর যন্ত্রণাদগ্ধ বহরে,
তবুও তারে চেয়ে যাই চাতকের মত,
বেঁচে রয় অমর প্রেম দগ্ধ পাজরে!
তবুও কেন অযাচিত নিস্তব্ধ ডুব
জেনে রেখো প্রেয়সী-
একসময় তোমায় চেয়েছিলাম খুব!


আমার বেঁচে থাকা তোমার হৃদস্পন্দন হয়ে গেছে-
তোমার ভাল থাকা আমার প্রতিটি প্রার্থনা যাচে;
সে যদি জানতো!
জমাটবদ্ধ অভিমান তবে বৃষ্টিধারায় নামতো।
মহাসন্ধিহ্মণের কালো স্রোত-
মিলনোৎসবে থামতো!
সে যদি জানতো
তাহলে আমাতে মিলে একাকার হয়ে যেত!


বাম পাশের পোড়া কোঠরে,
তোমার জীবাশ্ম হয়ে থাকা;
আমার এ্যাস্ট্রের আবছা ধোঁয়ায়
নিরন্তর তোমাকে বাঁচিয়ে রাখা!