আমার ঈশ্বর জানে,
কতটা চেয়েছিলেম তোমায়,আমার গল্প-কবিতা,গানে!
চেয়েছিলেম-
পাপড়ি দ্বারা আচ্ছাদিত কুসুমের মত করে-
তুমি আমার হয়ে থেকো যুগযুগান্তরে!


ব্যস্ততা তো এখন বেড়েছে খুব,
মনে হয় যেন খুব ভীড় হতে দেখছি তোকে;
অথচ কিছুদিন আগেও-
চোখ বন্ধ করলেও পেতাম এ হৃদয় চোখে!


তবে আজ কেনো এ কাল নিস্তব্ধতা,
চারদেয়ালে নিষঙ্গ আঁধারে ডুব।
জীবন্মৃত সব অসাড়তায় আমি-
যেন নিশীথের বটের মত নিশ্চুপ!


ইশ্বর,
আমি মৃত্যুর আহাজারি দেখেছি।
কখনো সেই পীড়াগ্রস্ত হৃদয়ের প্রলাপ বুঝিনি!
নিজের ভেতর গুমড়ে থাকা চাপা; অভিমানের অকাল মৃত্যু দেখেছি-
বুঝেছি চিৎকার করে কাঁদতে না পারা,
মৃত্যুর চেয়েও পীড়াদায়ক!
বুঝেছি জীবিত লাশ হয়ে বেঁচে থাকাটা কতটা কষ্টের!


চাঁদ ও তো আজন্ম একা।
তবুও মানবের পুলকসঞ্চার জাগে;
বিরস-বিরহে পুড়ি আমি-
চিলের ন্যায় তীব্র একা লাগে।