তোমতেই আমার প্রাতঃকাল,
তোমাতেই আমার বেলাশেষ।
তোমায় ঘিরে ই আমার অনন্ত বলয়-
তোমাতেই আমার জীবন-মৃত্যু;
তুমি আমার দেবালয়!
একান্ত ই আমার দেবী তুমি;
তোমার তরে ই সব প্রার্থনা-
সকাল-সন্ধ্যা তোমার চরণচুমি!


তোমার আমার মহাবন্ধনের রেখা,
পর্বতের ন্যায় কঠিন,সমুদ্রের মত গভীর।
বসন্তের মত প্রাণোচ্ছল-
বর্ষার নদীর মত ভরা যৌবনা!


তোমার চলনবলন,তোমার শহর;
আমায় মুগ্ধ করে-
তোমার ক্রিয়াদি যেন আমাতেই ঝড়ে!
আমার ঘুমের ঘোরে তুমি থাকো,
তুমি আমার চোখে ই কাঁদো।
আমার ভাবনাতে তোমার মেধা,প্রজ্ঞা-
তোমার বিচারণ আমার সবটুকু জুড়ে,
সেটা আমার দৃষ্টিভ্রম নয়,
তা আমার ভালবাসার গভীরতা প্রকাশ।
তুমি আমার বেদনার প্রতিত্তর;
আমার সকল সুখের কারণ তুমি-
তোমাতেই যেন সব সুরাসুর!