যার সাথে অনির্বার প্রণয়ে আকুল ছিলাম,
সে বুঝি দূরত্ব আর নিষঙ্গতার অন্যরুপ ছিল!
তাকে পেতে গিয়ে দূরত্ব আর নিষঙ্গতা কে ই আপন করে নিয়েছি।


ভালো থাকার জন্য আজ যোজন যোজন দূরত্ব-
অথচ একসময় কাছে পাওয়ার কি তীব্র বাসনা ই না ছিল,
যে ক্ষণিকের শুভদৃষ্টি পাহাড়সম সুখ দিত,
সে ক্ষুদ্র অভাবটা ই আজ এক আকাশ কষ্ট দেয়!


ভালবাসলে ই মানুষ আকাশ হয়ে যায়।
নিজের ভেতরের নীল কষ্ট টা আকাশের নীলে মিলে একাকার হয়ে যায়-
জীবনটা কি অদ্ভুত সুন্দর! তাই না?
অতীতে দুজনে এক থাকার জন্য চেষ্টা করে গেছি,
আজও আমরা একই পথে হাঁটছি-
আজও চেষ্টা করে যাচ্ছি ভাল থাকার,
তবে সেটা অন্য মানুষের সাথে!
এ যেন আজো দুজনেই এক,ভিন্ন পথে-


আজো চলে তোমার জ্যোৎস্নাবিলাস,
অন্য আকাশের তরে-
আমার আকাশে সেই একই রবি-শশী।
অশ্রাবণে চোখে আসে জল ভরে।


যে চাঁদের আলোয় আবগাহন হয়েছিলো,
ভেসে গেছিলাম দুজন,
সে চাঁদের আলো আজ পোড়ায় আমায়,
সতত নিশীথের মত নির্জন!