মানুষের মৃত্যুতে ভয় আছে!
আমার নেই-
মৃত্যুকে আপন ভাবতে শুরু করেছি,
যা অনিবার্য,অবশ্যম্ভাবী তাকে তো গ্রহণ করতেই হবে।
হোক না সেটা ভালবেসে গ্রহণ করা! মন্দ কি?


এইযে সরু মতো দড়ি,আমি ফাঁস হয়ে ঝুলে যাবো,
মরদেহ শ্মশানে পৌঁছাবে হয়তো দুদিন পরে।
মশা,মাছি,কীটারা উড়বে তার পাশে।
অথচ তুমি শুধু দুধের মাছি হয়েই পাশে ছিলে!
যে ডোম আমাকে পোড়াবে তাকে আমি চিনি।
আমাকে সে মাত্র একবারই পোড়াবে।
অথচ তুমি আমাকে মৃত্যুবধি পুড়িয়েছো......


মরে গেলে মানুষের আর কী ই বা রেখে যায়,বলো?
তবুও আমি তোমার জন্য এ লেখা রেখে যাবো-
ধুয়ে ধুয়ে জল খেও তুমি...........


আমকাঠের উপর সাজানো চিতায় আমি পুড়তে থাকবো-
পাশে পুরোহিত সুর করে মন্ত্রপাঠ করতে থাকবেন........


"তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন।কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে।এ দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভিতি দ্বারা আচ্ছাদিত ছিল। হে অগ্নিদেব,আপনি তার সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান।"


ভুল জন্মে যার অসাড়তা-
জন্মাবধি জ্বলেছে যে তাকে মৃত্যুর পরেও পোঁড়ানো হচ্ছে!
তারও নাকি অগ্নিদাহে পরিশুদ্ধ হয়ে জন্মান্তরবাদ বিশ্বাস?
আহা ঈশ্বর!
কি ভয়ংকর সুন্দরই না আপনার পরিহাস!