রচনাকালঃ৩০/০৩/১৮ইং


বন্ধু আজি তোরি সনে
                      মনটা যে ব্যাকুল,
আয়নাটি সামনে রেখে
                    বেঁধেছিলে যে চুল।
তোকে হারিয়ে গগন তলে
                        উচ্চ স্বরে ডাকি,
চলে গেলি একা ফেলে
                  আমায় দিলি ফাঁকি।
কোকিল ডাকে মধুর সুরে
                         ঐ আম্রকাননে,
তুমি আমি পাগল প্রানে
                দৌড়ে যেতাম দু'জনে।
সেই সব দিনের সনে
                    পুতুল বিয়ে দিতাম,
গাঁয়ের পাশে বট তলে
                  দোলনা দুলা খেতাম।
কেন আজি মনে প্রানে
                      তোরি বাজে বাঁশি,
অশ্রু ঝরে ঝর্রনা বলে
                   তোরে যে ভালবাসি।
কাশফুলে হাওয়া দোলে
             আঁচলখানা যাচ্ছে উড়ি,
আলতা পায়ে রঙিন গাঁয়ে
                        করলে তুমি চুরি।
কেন আজি বিষন্ন মনে
                    তোর লাগিয়া কাঁদি,
ভেবেছিলাম তোমায় আমি
                        করবো যে সাদি।