""জেলে"'"


                            
                              রচনাকালঃ০৭/০৪/১৮ইং


নদী ভরা দুই কূল জলে থই থই,
এপার ছারিয়া বলি  পার তুমি কই?
কুলে ভরা কাশ ফুল মেঘ ভেসে যায়,
মাছরাঙ্গা উত পেতে মাছ ধরে খায়।
ছলাত ছলাত জলে ডিঙ্গি নৌকা বই,
মাছ ধরে দিন কাটে জেলে হয়ে রই।
সোনা বালু দানা দানা চর জাগে বায়,
বাড়ি বাধি বালু চরে বন্যায় ভাসায়।


সুখ নীড় নেই মোর জলে জলে থাকি,
সকাল দুপুর বেলা হাক ছাড়ি ডাকি।
সন্ধ্যা বেলা বাজারেতে মাছ দিয়ে আসি,
প্রান খুলে রাত্রি বেলা  বাজাই যে বাঁশি।
এই মোর দিনক্ষণে স্বর্গ খুঁজে পাই,
সকালে উঠিয়া আমি মাছ ধরে যাই।