রচনাকাল-২৯/০৩/১৮ইং


বক্ষ তলে উদয় গিরি হিমালয়ের শিখা
প্রত্যুষে উঠিয়া আমি তোমায় করি দেখা।
আমি থাকি বঙ্গের উত্তর মাথায় শেষ প্রান্তে,
কবিতা লিখি মানব কূলে মনের অজান্তে।


পাঁচ গড়ের মিলিত হয়ে নামটি রাখা হয়
পঞ্চগড়ের নামটি তাই নুরি পাথরের জয়।
ছোট্ট একটি শহর মোর পঞ্চগড় থানায়
সুখ দুঃখ সাথি মোর থাকি একটি বাসায়।


ধাক্কামারা ইউনিয়ন টা অনেক বড় ভাই
নামটি শুনে অনেক জনে মুচকি হাসে তাই।
ছোট খাটো কবি আমি কবিতা লিখে যাই,
পুরাতন পঞ্চগড় গাঁয়ে আমি জম্মেছি যে তাই।


হাসপাতালে চাকুরী করি রোগীকে করি সেবা,
বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী ছিলো মোর বাবা।
হিমেল হাওয়া দোলে প্রানে স্বর্গলোকে থাকি,
জাহাঙ্গীর আলম নামটি মোর জানা ছিল বাকী।


সাত ভাই বোনের মাঝে আমি ছিলাম কালা,
মনে মনে সাজিয়ে নিতাম বকুল ফুলের মালা।
করতোয়া নদীর জলে পাল তুলিয়া চলে ভেলা,
সাত জনমের জম্মভূমি এই পঞ্চগড় জেলা।