বিশ্ব কবিতা দিবস উপলক্ষে
     "কবিতার অন্তরালে"


কবিতাগুলো পড়ে আছে ডায়েরির পাতায় ভাঁজে ভাঁজে,
কবিতার শূন্যতা আমায় বুঝিয়ে দিলো অন্য রকম কাজে।
কবিতার মত করে,কত কিছু লিখে গেলাম যত সব আজেবাজে,
কোথাও পেলাম না আমার কল্পলতার শিকড় সংস্কৃতির মাঝে।
এ কি বাংলা, আমারি কবিতাগুচ্ছ, একবিংশ শতাব্দীর কেউ খুঁজে,
নাকি জিজ্ঞেস করো,আত্ম কল্যাণে হারিয়ে ফেলেছি, সব মুখ বুঁজে।
নিত্য নতুন  কবিতা লিখতে সমাহিত হই,কাব্য ভুবন সাঁজে,
পেটের ক্ষুধা,অবহেলায়,ময়লা স্তুপে পড়ে আছি,আজ ও চোখ বুঁজে।