মোহ ভরা রূপ তোর জ্বলন্ত আগুন!
সাজিয়ে গুছিয়ে রূপ দেখিতে দারুণ!
কত দিন রাখবি রে ধরি এ ভূবনে?
সুখ পাখি থাকিবে কি অনন্ত জীবনে?
দেহ রাখি যত্ন করি ভুলিয়া মরণ,
দেখাবে যদি সুন্দরী অদম্য লেহন।
বাড়ি নিয়ে যাও তুমি সুখের মন্থনে,
থাকবে কি তোর রূপ ধরিবে পচনে?


রূপ গুন গেলো কই দেহ ক্ষয়ে ক্ষয়ে,
মন কেন কাঁদে আজি মরণের ভয়ে।
আজি ডাকে কে ঐ খাটে কবরের মাটি,
ঐ পাড়ের ইবাদত সোনা চেয়ে খাটি।
যেতে হবে দূর দেশে সঙ্গে কিছু নাই,
ঐ কবর ডাকে তোরে ভুলে কেন যাই।