চল্ চল্      
          এগিয়ে চল, রাজ পথে চল্
          ব্যানার পোষ্টার নিয়ে মিছিলে চল্,
          অ-আ-ক-খ  সারি সারি বর্ণ নিয়ে চল্,
          একটি নতুন ভোরের প্রত্যাশার জন্য চল্।


বল্ বল্    
         শ্লোগানে বল্,জোর করে বল্
         জয় বাংলা-জয় বাংলা ধ্বনিতে বল্,
         সবুজ শ্যামল রক্তিম রবির জন্য বল্,
         বিশ্বের মাঝে মানচিত্রের জন্য বল্।


দল্ দল্    
        এক কথা এক দল্,আমরা এক দেশের দল্,
        আমরা বাংলার দল্, আমরা বঙ্গভাষার দল্,
        আমরা এক বাগানের প্রস্ফুটিত ফুলের দল্,
      আমরা মায়ের বুলি শিখানোর মাতৃভাষার দল্।

ডাক্ ডাক্
         মুজিবের ডাক্, স্বাধীনতার ডাক্,
         মুক্তমনা তরুণ বাঙ্গালীকে ডাক্,
         ঐ মুক্তিকামী ঐ মুক্তিযোদ্ধা কে ডাক্,
         গোলাম থেকে চির মুক্তির জন্য ডাক্।


ধর্ ধর্
        বন্দুক ধর্,মেশিনগান ধর্,
        লুটবাজকে ধর্,পাক বাহিনীকে ধর্,
     মায়ের মুখের হাসির জন্য ঐ নরপিশাচ কে ধর্,
        পরাধীনতা ছিন্ন করে মুক্ত শিকল ধর্।


মার্ মার্
        হাত দিয়ে মার্, লাঠি দিয়ে মার্,
        ঐ দালাল,ঐ রাজাকারের মাথায় মার্,
        পাক বাহিনীর মিত্র কে জ্বালিয়ে মার্,
         মা বোনের ইজ্জতের বিনিময়ে মার্।


মর্ মর্  
        দেশের জন্য মর্, বীর শহিদ হয়ে মর্,
        কোটি কোটি বাঙ্গালীর স্বপ্ন পূরনের জন্য মর্,
        আগামী প্রজন্মকে মুক্ত  রাখার জন্য মর্,
        বিজয় উল্লাসে মাতিবি প্রত্যয় নিয়ে মর্।