""অন্তর নয়নে চেয়ে দেখি "'


                        মোঃজাহাঙ্গীর আলম বাবু
                        রচনাকালঃ১৮/১০/১৮ইং


আজি এ মনের গহীনে তানপুরা'র সুর
ভেসে উঠে ঐ দূর নীল আকাশে,
প্রিয়ার টোল পড়া গালে ভাসমান প্রতিচ্ছবি
রহস্য আজও খুঁজি অনন্য সুন্দরী বালিকার মাঝে।
প্রিয়ার হাসির কোলাহলে বাজে হৃদয় হরণ করা অনন্ত ভালবাসা!
সাদা মেঘের ভেলায় শরতের কাশফুল উড়ে উড়ে  যায় প্রজাপতি গাঢ় ভালবাসা ছুঁয়ে যায়,খোলা রেশমি কালো চুলে, নীল  নীলম রিমঝিম বৃষ্টিতে ভিজে হৃদয় ছুঁয়ে যখন হারিয়ে গেলে তুমি,
ঐ উড়ন্ত  হংস বলাকা'র মাঝে
ঐ দূর নীল নীল আকাশে।
নীল নীলম স্বজন হারিয়ে গেছে
নীল গগনে মাঝে কি আর ফিরে পাবো তাকে ?
ভাবতেই ফুসফুস পাঞ্জা চেপে ধরে,
শ্বাস বন্ধ করে দেয়,
কি অদ্ভুত যন্ত্রনা সহ্য করা যায়না,
অনুভূতির অফ লাইনে হয়তো কোন সীমান্তে
পাহাড় চূড়ায় দাঁড়িয়ে একাকী স্বপ্নে বিভোর হয়ে
দু'হাত বাড়িয়ে প্রত্যাশায় প্রহর গুনছে!
এ তো শুধুই কল্পনা,
জানি তোমায় কোন দিন ফিরে পাবো না।