মেঘ যদি ঝরে ফুল থোকায় থোকায়,
গ্রীষ্মের মুক্ত বলাকা উড়ে ঝাঁকে ঝাঁকে,
শরতের কাশ ফুল নদী বাঁকে বাঁকে,
হেমন্ত-যে আজি ক্লান্ত শীতের আশায়।
বেলি ফুল ফুটিয়াছে বসন্ত আসায়,
শীত-কাঁপা কুয়াশায় উঁকি মারে ফাঁকে,
শুভ্রতা মাখিয়াছে কি হিমাদ্রির ডাকে?
ঋতুরাজ কেন আজি মাধুরি সাজায়?


শুভ্র পদ-তলে আজি ঊষার পাথারে,
ঊষারে-হিম উষ্ণতা পূর্ণ মণিজালে,
মরিছে পাপড়ি দল বিশ্ব চুরিদারে।
ঋতুরাজ রাগে জ্বলে চর্ম-অঙ্গ-গালে,
শূন্যতা বরেন্দ্র ভূমি ভরে অন্ধকারে,
শুকনো পাতার মর্ম ঐ গাছের ডালে।