★★শীতোষ্ণ★★
                         রচনাকাল:১১/০১/২০১৮ইং


শীত শীত লাগে শীত হিম বায়ু চলে,
হিম কন্যা হুর পরী শীত কালে আসে,
পবন তুষার রাজি শুভ্র ভালোবাসে,
কুয়াশা চাদর খানা মিষ্টি সুরে বলে।
ঋতুরাজ ফাঁকিবাজ  আসিল বিরলে,
লেপ মুড়া দেখে ঋতু অট্ট হাসি হাসে,
বসন্তের পাতা ঝরা দেখি পরিহাসে,
শীত কালে ঠান্ডা কম  বলিল সরলে।


বসন্ত সখি কহিল কেন আস ঘরে?
তোমার দাপট দেখে থাকি এক কণে,
কুয়াশা ঘেরি ফেলিছে কমল কাননে।
ওষ্ঠ ফুল বিষ দাতে কট-মট করে,
ফাগুন কাঁদে বাতাসে শীত আগমনে,
বৈশ্বিক উঞ্চতা রুদ্ধ গ্রাসে যাচ্ছি মরে।