হে আদম সন্তান স্বার্থপরতার শিকল ভাঙ্গো
পরাণে পরশুরামের কঠোর কুঠার হানো।
এবারে মানুষ হও হীনতা-দীনতা ভুলে
মানবাত্মার চরনের শৃঙ্খল খুলে।
জড়ায়ো না অশুভ-অদৃশ্য শক্তির জালে
বিজয়ের তিলক লও আজ তব ভালে।
আপনার সাথে আপনার বাঁধুক তুমুল যুদ্ধ
অন্তরের লালসা-বিদ্বেষ হোক পরাজিত।
ছায়ারূপী যে আমি হোক শর বিদ্ধ
চিরসত্য যে আমি তার পথ রবে নাকো রুদ্ধ।
অনুতাপের অগ্নিদহনে বিশুদ্ধ হয়ে ওঠো
মানবতার নিগূঢ় মন্ত্রে নব জীবন গঠো।
অমৃত প্রেমের বাঁধনে বাঁধো পরস্পরে
এ ধরা প্রাণনাশীর নয় মনোহারীর তরে।
নিপীড়ন নির্যাতন যাক নির্বাসনে
প্রেম-শান্তি-সুধা জাগুক প্রাণে-প্রাণে।