কে হবে তোর দুখের দুখী     কে হবে গো ব্যাথার ব্যাথী
কে আছে তোর হৃদয় জেনে   আহারে মন বাসবে ভালো


কে আছে গো এই ভুবনে       কেঁদে মরে পরের তরে
আপন ঘরে আঁধার রেখে       পরের পথে ধরে আলো


মনকে বলি কেন তুমি         করুণাতে বাঁচতে শেখো
নিজের বোঝা নিজেই টানো  পরকে কেন কাছে ডাকো


আসা-যাওয়ার একা পথে     দুঃখ-সুখের এই জগতে
একাই লড়ো নিজের লড়াই  বাঁচার প্রদীপ নিজেই জ্বালো