দাবানল যেমন জ্বালিয়ে ভস্ম করে বিস্তীর্ণ বনভূমি
তেমন আমার মনোভূমির দহন হচ্ছে নিয়মিত ;
এ দাহের শেষ হবে মুষলধারে বৃষ্টি এলে
তাই আজ বৃষ্টি চাই, মুষলধারে বৃষ্টি চাই।
মরুর সূর্য জ্বলে ওঠা বুকে বাড়ে হাহাকার
শিরায়, উপশিরায়, ধমনিতে বেদনাস্নাত রক্তধারা
একটুখানি শীতল স্পর্শ পেতে উন্মুখ হয়েছে আজ,
তাই বৃষ্টি চাই, ঝুম বৃষ্টি।
শরীর,বুক ভিজিয়ে আকণ্ঠমগ্ন হতে চাই প্লাবনে।
দিকভ্রান্তের মতো খুঁজি, কে বর্ষাবে স্নিগ্ধ বারিধার?
আকাশের পানে ঠায় তাকিয়ে থাকি এই আশায়
যদি দু-এক ফোঁটা শান্তির সন্ধান মেলে!
হায় ভাগ্য! হতভাগ্য!  মিছে আশা মিছে অপেক্ষা!
তবুও অবুঝ মন মানে না, যদি ফিরে আসে!
যদি পায় একটুখানি বৃষ্টির ছোঁয়া!
আজ বৃষ্টি চাই, মুষলধারে বৃষ্টি চাই।