মিথ্যায় ভরা জগত সভায়
সত্য জানা সহজ নয়।
পোশাকি সব আচার-বিচার
ভিতর ভরা নগ্নতায়।
চলছে দেখি কলের গাড়ি
শব্দ করে ভগ্ন প্রায়।
আর সকলে মাতাল বেশে
দোলায় মাথা মগ্নতায়।
উল্টো স্রোতে বাইছে তরী
বোকা হাঁদা শঙ্খ রায়;
বলছে সবে পালাবর্তে
গোঁড়ামি তার অন্তরায়।
আছে কিছু লেজ নাড়ানে
মনটা তাদের দ্বন্দ্বময়
সব কথাতে জ্বি মহাশয়
কোনো কিছু মন্দ নয়।
বুদ্ধি বেচে খাচ্ছে যারা
ধুকছে কিছু রুগ্নতায়।
জ্ঞানপাপীরা নিচ্ছে লুফে
বিনা কোনো বিঘ্নতায়।