একটি চড়ুই রোজ বিকেলে
              আসে আমার বারান্দায়
চাপা স্বরে পুচ্ছ নেড়ে
              কী সব বলে বোঝন দায়।
বলে সে তার নিজের ভাষায়
               বুঝে লই নিজের মত
হয়তো শুধায়, মুখ কেন ভার
                বুক ভরা কিসের ক্ষত?
শুকনো হেসে মুগ্ধ চোখে
                খানিক সময় চেয়ে রই
চড়াইটাকে হতাশ করে
                বিদায় দিয়ে বসে রই।


২১/৩/২৪ ইং, মো.পুর, ঢাকা।