আজি আমার প্রভাত আঁধারে ঢাকিছে
সকাল হয়েছে সন্ধ্যা
কালো মেঘে মেঘে হায় নভো গেছে ছেয়ে
সূর্য হয়েছে বন্ধ্যা।
তুফানের বেগে আজি কোথা হতে আসে
এমন মাতাল হাওয়া
জগতের ধূলা উড়ে, তীব্র বেগে ছোটে
কে কারে করিছে ধাওয়া।
গরজে গরজে ওঠে আকাশের গায়ে
জমে থাকা চাপা ক্ষোভ
চমকি ঝলকি ওঠে ধাবিত তড়িৎ
জাগিছে কীসের লোভ।
বিপুল বন্যার বেগে ভেসে যাবে মোর
এ কূল ও কূল  আর
সুখের দুখের পাতা ছিঁড়ে ফেলে- কিছু
হিসাব চুকাবে তার।