বছর বাড়ে বয়স কমে বাহাত্তরের কোটায়
না জানি কখন সেই শুভক্ষণ আসে দোর গোড়ায়।
আশা মনে বিদায় ক্ষণে যাবো হাস্য মুখে
শান্তি পিয়াসী স্বপন তিয়াসী নয়ন বুজবো সুখে।
সুন্দর ভবে কর্ম রবে উজ্জ্বল তর ছবি
সকল প্রাণে আলোক আনে তমনাশী রবি।
নশ্বর দেহে সুখের মোহে যত মন্দ করি জড়
দেহেরই সাথে লুটাক ধূলাতে, কার্য করি বড়।
সৎ কর্মে মানব ধর্মে হাজার বছর বাঁচি
মনুষ্য জীবনে প্রতিটি পরাণে আমার জনম রচি।
এই বাসনা করি সাধনা আত্মশুদ্ধি লাভে
প্রস্থান কালে চোখের জলে জগত ধন্য ধন্য গাবে।