বলি একটি কথা শোন
ওরে ও বেহায়া মোন-


দোহাই লাগে ওধার পানে
যাসনে যেন খেয়ালী মনে
যেথা মূল্য নাহি তোর
মোর এই আকুতি শোন।


দুঃখ তুলে মেঘের ভেলায়
চোখ ধুয়ে নে শাওন ধারায়
বিকিয়ে দিসনে অশ্রুফোঁটা
ডুবে ব্যথার বৃন্দাবন।


বুকের আগুন বুকেই জ্বলুক
সুখ গুলো সব লুটিয়ে পড়ুক
গোত্তা খেয়ে উঠবে আবার
দেখিস- ঘূর্ণিপাকের মতন।